Print Date & Time : 21 April 2025 Monday 5:02 am

দৌলতপুরে গ্রিল ভেঙে চুরি

কুষ্টিয়ার দৌলতপুরে জানালার গ্রিল ভেঙে একটি বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। গত ১০ আগস্ট থেকে ১৫ আগস্ট এর মধ্যে যে কোনদিন দৌলতপুর দক্ষিণপাড়ার বাসিন্দা জেলা ছাত্রলীগ সহ সম্পাদক ফারদিন বিন আতিক সৃষ্টি’র বাসায় এ চুরির ঘটনা ঘটে।

এসময় চোরেরা স্টিলের বাক্সের লক ভেঙ্গে ১৩ভরি স্বর্ণালংকার, ছয়টি বিদেশি ঘড়ি সহ দামী কাপড় চোপড় নিয়ে যায়। বাসার মালিক জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ফারদিন বিন আতিক সৃষ্টি’র আম্মা মনোয়ারা খাতুন জানান, গত ১০ আগস্ট বিকেল পাঁচটার দিকে আমার বোনের বাসার বেড়ানোর উদ্দেশ্যে বাড়ীর সবাই আলমডাঙ্গায় যায় ।

১৫ আগস্ট বিকেল ৬টার দিকে এসে আমার বাড়ির সদর গেটের তালা খুলে ঢুকতে গেলে দেখি ভিতর থেকে আটকানো। এতে আমার সন্দেহ হয় তখন লোকজন ডাকি এবং পাঁচিলের উপর দিয়ে বাড়িতে লোক প্রবেশ করে গেট খুলে বাড়ির ভেতরে ঢুকে চুরির বিষয়টি বুঝতে পারি আমরা।পরে পুলিশকে অবগত করলে,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, চুরির খবর পেয়েই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় মোছা. মনোয়ারা খাতুন থানায় একটি লিখিত অভিযোগ করেছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৬ আগস্ট ২০২৩