হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দৌলতপুরে জমিসহ ঘর পেতে যাচ্ছে ১০২টি ভূমিহীন-গৃহহীন পরিবার।
মঙ্গলবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। দৌলতপুর উপজেলা মিলনায়তন রুমে বসে প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল অনুষ্ঠান দেখার আয়োজন করেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথি ছিলেন আর ডিসি কামরুল হায়দার, ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও এমপি প্রতিনিধি মো. টিপু নেওয়াজ,এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)আফরোজ শাহীন খসরু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী মো. খাদেমুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন সহ অন্যান্যরা।এ পর্যায়ে ১০২টি পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হবে যার মধ্যে ১৮টি ঘরের কাজ সম্পন্ন হওয়ায় অনুষ্ঠান শেষে তাদেরকে ঘরের চাবি এবং দলিল বুঝিয়ে দেওয়া হয়।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post