কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসীদের দাবিকৃত ৫ লক্ষ চাঁদার টাকা না পাওয়ায় কাজী মো. ওলিউল্লাহকে মারপিট করেছে এলাকার সংঘবদ্ধ চিহ্নিত চাঁদাবাজ চক্র। এ ঘটনায় দৌলতপুর থানায় চাঁদাবাজির মামলা হলে বিশু (৩৫) নামে চাঁদাবাজ চক্রের প্রধানকে গতকাল বুধবার সকালে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। দৌলতপুর থানা পুলিশ ও চাঁদাবাজ সন্ত্রাসী চক্রের হামলার শিকার আহত কাজী মো. ওলিউল্লাহ্ র অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর হাইস্কুল পাড়া গ্রামের মৃত নুর মহম্মদের ছেলে ফিলিপনগর ইউনিয়নের কাজী মো. ওলিউল্লাহ দীর্ঘদিন ধরে নিকাহ ও তালাকনামা রেজিষ্ট্রেশন কার্যক্রম করে আসছেন। একই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও টপ
রংবাজ সন্ত্রাসী বিশু (৩৫), জাপান (৩৫), সিহাব (৩৪) ও পচা (৩০) কাজী মো. ওলিউল্লাহ’র কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ চক্রের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা সংগবদ্ধ হয়ে মঙ্গলবার দুপুরে কাজী মো. ওলিউল্লাহর বাড়িতে প্রবেশ করে তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক মারধোর করে। এসময় বাড়ির লোকজন
সন্ত্রাসীদের বাঁধা দিতে আসলে তাদেরও হত্যার হুমকি দিয়ে বাড়ি- ঘর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং ঘরে থাকা নগদ একলক্ষ টাকা লুট করে ঘটনাস্থল থেকে তারা নির্বিগ্নে চলে যায়। হামলা ও ভাংচুরের ঘটনায় আহত কাজী মো. ওলিউল্লাহ বাদী হয়ে দৌলতপুর থানায় গতকাল বুধবার সকালে চাঁদাবাজির মামলা করে যার নং ৩২। মামলার সূত্র ধরে দৌলতপুর থানা পুলিশ গতকাল সকালে ফিলিপনগর হাইস্কুল পাড়া এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের প্রধান সন্ত্রাসী বিশুকে গ্রেফতার করে। সে একই এলাকার হানু সরদারের ছেলে। তবে এ মামলার অপর আসামিরা পলাতক রয়েছে। চাঁদাবাজির মামলার বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ
হাসান জানান, ফিলিপনগর হাইস্কুল পাড়া এলাকার ঘটনায় চাঁদাবাজির মামলা হলে মামলার প্রধান আসামি বিশুকে আটক করা হয়েছে। বাঁকী আসামিদের গ্রেফতারে অভিযান চলামান রয়েছে। এদিকে সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের প্রধান বিশু আটক হওয়ায় এ চক্রের অপর পলাতক আসামি ও সন্ত্রাসীরা কাজী মো. ওলিউল্লাহ ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশ সহ বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে বলে কাজী ওলিউল্লাহ জানিয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//