হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ।। কুষ্টিয়ার দৌলতপুরে মরণব্যাধি ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোগীদের আবেদনের প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
রোববার (২১ আগস্ট) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা আ’লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ,বীর মুক্তিযোদ্ধা হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৮জন রোগীর মাঝে ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
আর//দৈনিক দেশতথ্য//২১ আগষ্ট-২০২২

Discussion about this post