কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সংগবদ্ধ সশস্ত্র চোরের দল ৬টি গরু চুরি করার পর বিজিবি তা উদ্ধার করেছে। চোরদের বাঁধা দিতে গিয়ে তাদের হামলায় গরুর ২জন মালিক গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামে গরু চুরি ও সশস্ত্র চোরদের হামলার এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানাগেছে, সীমান্তের বিলগাথুয়া গ্রামের আকিদুল ও রিপেলের গরুর খামারে ওইদিন রাতে একই ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ও গরু চোর সোহেল, কামাল, ময়ের, তাহের, নাসির, মোতাহার, সেন্টু, ঝন্টু ও হেলালসহ ২০-২৫জন সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে গরু চুরি করতে থাকে। এসময় গরুর খামার মালিক আকিদুল ও রিপেল চোর ও সন্ত্রাসীদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা ধারাল অস্ত্র দিয়ে তাদেরকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে ৭টি গরু লুট করে নিয়ে যায়। গরুগুলি নিয়ে যাওয়ার সময় একটি গরু চোরদের কাছ থেকে পালিয়ে গেলে ৬টি গরু নিয়ে তারা জামালপুর আশ্রয়ন প্রকল্পের বিভিন্ন ঘরে আটকিয়ে রাখে। চোর ও সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত অবস্থায় আকিদুল (৩৫) ও রিপেল (৩০) কে উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে বিলগাথুয়া ও জয়পুর বিওপি’র বিজিবি’র টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরু উদ্ধারে সীমান্ত এলাকায় অভিযান চালায়। পরে গতকাল রোববার দুপুর ১টার দিকে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ জামালপুর বিজিবি’র অধিনায়ক নায়েক সুবেদার আব্দুল মান্নানের নেতৃত্বে বিজিবি’র অভিযানিক দল জামালপুর আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে ৬টি গরু উদ্ধার করে গরুর খামারে ফেরত পাঠায়। এসময় প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার উপস্থিত ছিলেন। এঘটনায় দৌলতপুর থানায় সংগবদ্ধ চোরদের বিরুদ্ধে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে কেউ আটক বা গ্রেফতার হয়নি বলে জানাগেছে।
গরু চুরি ও উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, চুরি যাওয়া গরু উদ্ধার করে গরুর মালিকদের ফেরত দেওয়া হয়েছে। এঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। গরু চুরির সাথে জড়িতদের গ্রেফতার পুলিশের অভিযান চলামান রয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৪,২০২২//