দৌলতপুর, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুরের দৌলতখালী কওমি এতিম খানা মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম কে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা সাতটার সময় মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। রবিউল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মুন্জুরুল এর ছেলে ।
এ বিষয়ে ধর্ষণের শিকার ছাত্রের বাবা জানান, গত পাঁচ থেকে ছয় মাস আগে আমি আমার ছেলেকে ডি ডি কওমি এতিম খানা মাদ্রাসায় ভর্তি করি।ভর্তি করার পর থেকে আমার ছেলে ওই মাদ্রাসাতে থাকতো। ঈদুল ফিতরের ছুটিতে মাদ্রাসা বন্ধ হলে আমার ছেলে বাড়ি আসে। গত তিন দিন আগে মাদ্রাসা আবার পুনরায় শিক্ষার ব্যবস্থা চালু হলে আমার ছেলেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বলি। কিন্তু আমার নাবালক ছেলে মাদ্রাসাতে যেতে অস্বীকৃতি জানিয়ে বলেন আব্বা আমি ওই মাদ্রাসায় যাব না মাদ্রাসার শিক্ষক ভালো না। কি ভালো না এবং কেন ভালো না জানতে চাইলে আমার ছেলে বলেন আব্বা শিক্ষক রবিউল আমাকে তিন দিন গভীর রাতে তার থাকার রুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে । ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদ্রাসায় গেলে মাদ্রাসার শিক্ষক রবিউল ঘটনার সত্যতা সকলের সামনে স্বীকার করেন। আমি এই শিক্ষকের সঠিক তদন্ত করে আইনের কাছে সঠিক বিচার দাবি করছি।
ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাজার হাজার এলাকাবাসী মাদ্রাসায় প্রবেশ করে।মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষক রবিউলকে দৌলতপুর থানা পুলিশের হেফাজতে দেন।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, ১৮/৫/২২ইং তারিখ আমরা সংবাদ পাই দৌলখালী দাড়ের পাড়া ডি ডি কওমি এতিম খানা মাদ্রাসায় একজন শিক্ষকে এলাকাবাসী অবরুদ্ধ করে রেখেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে জানতে পারে রবিউল তার ছাত্রকে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছে এঅবস্থায় থানা পুলিশ শিক্ষক রবিউল কে আটক করে। ধর্ষনের শিকার হওয়া ছাত্র কে মেডিকেল পরিক্ষা ও জবানবন্দি নেওয়ার জন্য কুষ্টিয়া পাঠানো হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post