Print Date & Time : 6 July 2025 Sunday 2:42 am

দৌলতপুরে ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ


দৌলতপুর প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ও দৌলতপুর অনার্স কলেজ ছাত্রলীগের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

৩০ এপ্রিল কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সাক্ষরিত পঞ্চাশ সদস্য বিশিষ্ট দৌলতপুর উপজেলা ছাত্রলীগের কমিটি প্রকাশ করা হয়। একই দিনে দৌলতপুর অনার্স কলেজ ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ করা হয় ১৭ সদস্যের। জেলা ছাত্রলীগের বরাত দিয়ে জানানো হয় এসব কমিটি এক বছর মেয়াদি এবং পূর্ণাঙ্গ নয়।

দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে আমানুল হক আমানকে এবং সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনকে। অন্যদিকে, দৌলতপুর অনার্স কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে নান্টু মিয়াকে, সাধারণ সম্পাদক আরিফুর রহমান লিওনকে।

বুধবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে নতুন কমিটির নেতৃবৃন্দ।

এসময় ছাত্রলীগের সাবেক ও যুবলীগের বর্তমান নেতৃবৃন্দের অনেকে উপস্থিত ছিলেন। দীর্ঘ বিরতির পর ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হলো দৌলতপুরে।

এবি//দৈনিক দেশতথ্য //০১ মে ২০২৪//