Print Date & Time : 10 May 2025 Saturday 9:54 pm

দৌলতপুরে ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যান আহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে দূবৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন (৫৮) আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাশপুর বিলপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আহত ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চেয়ারম্যান হেলাল উদ্দীন কালিদাসপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় মোটরসাইকেল যোগে ৩জন দূর্বৃত্ত হেলাল উদ্দীনকে ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এসময় হেলাল উদ্দীন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দীনের ওপর হামলার ঘটনার একদিন পার হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত দৌলতপুর থানায় অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। আটক বা গ্রেফতার হয়নি কেউ।

দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আড়িয়া ইউনিয়নের বাসিন্দা ফিরোজ আল মামুন জানান, ছুরিকাঘাতে চেয়ারম্যান হেলাল উদ্দীন আহত হয়েছে। শরীরে ডায়াবেটিস থাকায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সুস্থ আছেন। তবে হামলাকারীরা কেউ গ্রেফতার না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন জানান, দূর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন।
দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দীন ছুরিাকাঘাতে আহত হয়ে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলার এ ঘটনায় থানায় এখনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশতথ্য//এল//