Print Date & Time : 11 May 2025 Sunday 4:11 am

দৌলতপুরে জনসচেতনতা মূলক রোড-শো


দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে রোড শো অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা পরিষদের উদ্দ্যোগে বিকাল ৩টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এ রোড-শো শুরু হয়। রোড-শো শুরুর আগে উপস্থিত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে রোড-শো শুরু হয়ে দৌলতপুর থানা বাজার, রিফায়েতপুর বাজার, আল্লারদর্গা বাজার, তারাগুনিয়া বাজার, হোসেনাবাদ বাজার, মথুরাপুর বাজার, ডাংমড়কা বাজার, প্রাগপুর বাজার, আদাবাড়িয়া বাজার, বোয়ালিয়া বাজার, বড়গাংদিয়া বাজার ও আড়িয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। রোড-শোতে দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ অংশ নেয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়ক দূর্ঘটনা হ্রাস, বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত এ রোড-শো সফলভাবে সম্পন্ন হওয়ায় রোড-শোতে অংশ নেওয়া সকলকে ধন্যবাদ জানান, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। রোড-শোতে ব্যান্ড পার্টি, জনসচেতনতামূলক ব্যনার, ফেস্টুন, মাইক ও লিফলেট বিতরণ করা হয়

দৈনিক দেশতথ্য//এল//