Print Date & Time : 6 May 2025 Tuesday 12:26 am

দৌলতপুরে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা।

গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার আল্লারদর্গা সার্বজনীন শ্রী শ্রী শিব-দূর্গা মন্দিরের আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শিব-দূর্গা মন্দির চত্বর থেকে শুরু হয়ে আল্লারদর্গার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন শ্রী শ্রী শিব-দূর্গা মন্দিরের সভাপতি শ্রী অমিত কুমার সরকার সহ সনাতন ধর্মালম্বীরা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৬ সেপ্টেম্বর ২০২৩