কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জমি দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে।
চলমান আদালতের মামলার মধ্যেই আজ দুপুর ২টার দিকে প্রতিপক্ষরা রড দিয়ে পিটিয়ে এক ব্যক্তিকে গুরুতর আহত করে। আহত ব্যক্তিকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোঃ মশিউর রহমান (৪৭) দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, চকঘোগা মৌজায় তার পৈতৃক সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্ত মোঃ মাহফুজ (৩০), মোঃ রুহুল আমিন (৪৫), মোঃ সোনালী মন্ডল (৫০) ও মোঃ হানিফ মন্ডল (৬২) অবৈধভাবে জমি দখলের চেষ্টা করে।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে অভিযুক্তরা জমি দখলের উদ্দেশ্যে মশিউর রহমানের বাড়ির সামনে উপস্থিত হয় এবং হুমকি দেয়।
এ সময় প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড দিয়ে মশিউর রহমানকে আঘাত করে গুরুতর আহত করে।
এ ঘটনায় স্থানীয়রা এগিয়ে এসে আহত মশিউর রহমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী জানান, অভিযুক্তরা জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল।
মশিউর রহমান দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Discussion about this post