হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩১ আগস্ট) দুপুরে উপজেলার খলিসাকুন্ডি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসিন আলী,বিশেষ অতিথি ছিলেন, খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নাজমুল হক,অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আকরাম হোসেন,বিশিষ্ট সমাজ সেবক ফখরুজ্জামান পথিক,খলিশাকুন্ডি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল রহমান,দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাচান আহমেদ,খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আজগার আলী,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও খলিসাকুন্ডি ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী মোঃ মামুনুর রশীদ মামুনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এতে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, প্রতিকার এবং জনসচেতনতার গুরুত্ব বিষয়ে অংশ নিয়ে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করে।

Discussion about this post