Print Date & Time : 23 August 2025 Saturday 12:25 pm

দৌলতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সময়ের অঙ্গীকার,কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাদ্য সামনে নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের  যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা সিদ্দিকা, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের মেডিকেল অফিসার মো. আসিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা  স্বপন আহমেদ প্রমূখ।

সভায় বক্তারা বলেন  ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নারী শিক্ষার ভূমিকা অগ্রগণ্য। এজন্য কন্যা শিশুদের প্রযু্িক্ত বিষয়ক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানান বক্তারা।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//