হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে কুষ্টিয়ার দৌলতপুরে‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২২’ পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে (১০ মার্চ ) বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়,র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।পরে উপজেলা প্রশাসনের আয়োজনে কনফারেন্স রুমে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া । এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান , উপজেলা প্রকৌশলী ইফতেখার উদ্দিন জোয়ার্দার, কৃষি কর্মকর্তা মো. নরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী মোঃ খাদেমুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করা না গেলেও দুর্যোগ মোকাবিলার পূর্ব প্রস্তুতির মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ কারণে দুর্যোগ প্রস্তুতি দিবসের গুরুত্ব অপরিসীম।”
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post