Print Date & Time : 26 August 2025 Tuesday 10:21 am

দৌলতপুরে জাতীয় ফল মেলা শুরু

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা।

‘দেশি ফল বেশি খাই,আসুন ফলের গাছ লাগাই’এই প্রতিপাদ্যে দৌলতপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্ত্বরে মঙ্গলবারে শুরু হওয়া এই মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

(২৪ জুন)বেলা ১২ টায় মেলার উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী।এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজমুল হুদা,সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ রতন,উপজেলা প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম পুলকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এদিন অতিথিদের মেলার স্টল ঘুরিয়ে দেখান দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।এ সময় জানানো হয়,মূলত বিভিন্ন প্রজাতির ফল সম্পর্কে সাধারণ মানুষকে জানানো ও সচেতন করার উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।এছাড়া সাধারণ মানুষ যেন দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারে এবং ফলজ গাছ রোপণে উৎসাহিত হয়,সেটিও এই মেলার উদ্দেশ্য।তিন দিনব্যাপী এই মেলা চলাকালীন সময় সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।