হেলাল উদ্দিন, দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৩ আগষ্ট)সকাল ১১টার দিকে উপজেলা কনফারেন্স রুমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় দিবসটি যথাযোগ্যভাবে পালনে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
শিশুদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা সকল সরকারী-বেসরকারী, অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিককৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, এতিমখানা-হাসপাতালে রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন ও বাদ যোহর মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে দিবসের আলোকে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আর/দৈনিক দেশতথ্য//৩ আগষ্ট-২০২২//