Print Date & Time : 2 July 2025 Wednesday 12:59 am

দৌলতপুরে জাতীয় সমবায় দিবস পালন

কুষ্টিয়ার দৌলতপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও দৌলতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. নাজবিন আখতার। দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে সমবায় দিসের আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দৌলতপুর উপজলার বিভিন্ন এলাকার সমবায় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ। পরে একটি সমবায় র‌্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা শেষে সমবায়ীদের উদ্ভাবিত বীজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ২০২২//