‘ভোটার হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে “এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে একটি র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ মার্চ ২০২৩

Discussion about this post