Print Date & Time : 21 April 2025 Monday 7:35 pm

দৌলতপুরে জাতীয় ভোটার দিবস পালিত

‘ভোটার হব নিয়ম মেনে,ভোট দিব যোগ্যজনে “এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ভোটার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে একটি র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম আজমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ মার্চ ২০২৩