Print Date & Time : 11 May 2025 Sunday 5:57 pm

দৌলতপুরে জাপার গণতন্ত্র দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া দৌলতপুরে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ১০ নভেম্বর গণতন্ত্র দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সাবেকখাদ্য প্রতিমন্ত্রী মরহুম কোরবান আলীর বাস ভবন সংলগ্ন পার্টি অফিস চত্বরে এ দিবস পালিত হয়।

দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু বক্করের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হুদার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল।

আর উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন পেয়ার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবু হানিফ, জাতীয় যুব সংহতির সভাপতি নূর আলম, সাধারণ সম্পাদক নূরুন নবী, ফারুক হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী।

প্রধান অতিথি শাহরিয়ার জামিল জুয়েল বলেন, ১৯৮২ সালে ২৪ শে মার্চ দেশ বাঁচানোর সার্থে সামরিক আইন জারী করেন । দেশকে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালনার জন্য জাতীয় পার্টি গঠন করে ১৯৮৬ সালে নির্বাচন দিলেন নির্বাচনে জয়লাভ করে জাতীয় পার্টি। জয়লাভ করে গণতান্ত্রিক সরকার গঠন করেন তাই ১০ নভেম্বরকে আমরা গণতন্ত্র দিবস বলি। গণতন্ত্র প্রতিষ্ঠার পর দেশের উন্নয়নের জন্য সকল পরিকল্পনা ও তার বাস্তবায়ন করেন জাতীয় পার্টির সরকার।

দৈনিক দেশতথ্য//এসএইচ//