Print Date & Time : 21 September 2025 Sunday 5:47 am

দৌলতপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ

জাহিদ হাসান:

কুষ্টিয়ায় বাংলাদেশের জামায়াতে ইসলামী কুষ্টিয়া দৌলতপুর উপজেলা শাখা কর্তৃক ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর উপজেলায় শনিবার ২০ সেপ্টেম্বর সকাল ৭ টার সময় তারাগুনিয়া থানার মোড়ে-নিউ চাইল মডেল একাডেমিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শূরা সদস্য ও দৌলতপুর উপজেলা শাখার আমীর, ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোঃ বেলাল উদ্দিন সাহেব।

তিনি বক্তব্যে, আগামী নির্বাচনে দায়িত্বশীলদের করণীয় নানাবিদ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। আগামী জাতীয় নির্বাচনে পি আর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের চলমান আন্দোলন, আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, প্রত্যেক ভোটারের নিকট দাওয়াত পৌঁছে দেওয়া সহ নানাবিদ বিষয়ের দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর ও দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আরোজ উল্লাহ, উপজেলা সহকারী সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা সেক্রেটারি ও পিয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আব্দুল্লাহ আল নোমান সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ, সকল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীগণ এবং বিভিন্ন স্তরের নেতা-কর্মীগন।