Print Date & Time : 3 August 2025 Sunday 6:04 am

দৌলতপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে দীর্ঘদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রকাশে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াত ইসলামী দৌলতপুর উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম।

জামায়াত ইসলামী দৌলতপুর উপজেলা দক্ষিণ শাখার আমির মোহাম্মদ আরোজ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. সুজা উদ্দিন জোয়াদ্দার, জেলা ইউনিট সদস্য অধ্যাপক মো. জোমারত আলী,জামায়াত ইসলামী দৌলতপুর উপজেলা উত্তর শাখার আমির মাওলানা বেলাল হোসেন, মাহাবুব মাযহার প্রমুখ। এছাড়াও উপজেলা জামায়াত ও শিবিরের নেতাকর্মী গণ উপস্হিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে স্বৈরাচারী সরকারকে ক্ষমতার মসনত থেকে বিদায় করা হয়েছে সেটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি এখনো চাঁদাবাজি, লুটপাট চলছে এই লুটপাট বন্ধ করতে হবে। সেই সাথে ফ্যাসিবাদি হাসিনা ও তার দোসরদের প্রত্যেকটি অপরাধের বিচার করতে হবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১০ সেপ্টেম্বর ২০২৪