হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়নের নবগ্রাম হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা সভাস্থলে প্রবেশ করেন।
আয়োজিত সাধারণ সভায় রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুফতি আক্তার হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
সভায় উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান রিংকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ মাওলানা মুফতি বেলাল উদ্দীন,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মুফতি আরোজ উল্লাহ,জেলা শিক্ষা সম্পাদক মাহামুব মাজহার। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন,যদি একটি বৈষম্যহীন দেশ গঠন করতে হয়, শান্তির সমাজ,ঐক্যের সমাজ গড়তে হয় তাহলে আল্লাহর দেওয়া আইন ব্যাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে প্রত্যেকটি বেকার যুবককে ভাতার ব্যাবস্থা করার কথা বলেন তিনি।

Discussion about this post