Print Date & Time : 12 May 2025 Monday 12:34 am

দৌলতপুরে জাসদের আলোচনা সভা

কুষ্টিয়ার দৌলতপুরে জাসদের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে  দৌলতপুর উপজেলা মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর জাসদের সভাপতি ছহির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ্ব মো. গোলাম মহাসিন। প্রধান বক্তা ছিলেন, জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরিফুল কবীর স্বপন। বিশেষ অতিথি ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য ইমদাদুল ইসলাম আতা, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আহম্মদ আলী।

বক্তব্য রাখেন, ভেড়ামারা জাসদের সাধারণ সম্পাদক মো. আনছার আলী, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, দৌলতপুর জাসদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নান্নু ও জাতীয় যুবজোট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাহাবুব হাসান।

আলোচনা সভা পরিচালনা করেন দৌলতপুর জাসদের সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান। আলোচনা শেষে জাসদ নেতৃবৃন্দের নেতৃত্বে একটি র‌্যালি দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গত ৩১ অক্টোবর ছিল জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী।

বা//দৈনিক দেশতথ্য//৯ নভেম্বর ২০২২//