Print Date & Time : 5 July 2025 Saturday 8:25 am

দৌলতপুরে জাসদ নেতাকে কুপিয়ে হত্যা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জাসদ জাতীয় যুবজোটের সাধারণ সম্পাদক ও কল্যাণপুর দরবার শরীফের ভক্ত মাহবুব খান সালামকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী আমদহ গ্রামের লিপু কসাই ও মামুন জানান, প্রতিদিনের ন্যায় আল্লাহর দরগা বাজার থেকে আকবর আলীর ভ্যানগাড়ি যোগে বাড়ি ফেরার পথে বয়েন মোড় পার হয়ে মাসুদের বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জন দূর্বৃত্ত সালাম এর উপর হামলা চালায় ।সালামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে পালিয়ে যায়। আমরা সালামকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে সালাম এর পিতা ও মাতা দাবি করেন,কিছুদিন আগে কল্যাণপুর দরবারে একজন ভক্ত খুন হয়। সেই খুনের ঘটনায় আমার ছেলে জড়িত না থাকলেও তার নামে মামলা হয়। স্থানীয় একটি মহল আমার ছেলেকে হত্যার হুমকি ধামকি দিয়ে আসছে আমাদের ধারণা তাদের ইন্ধনে এই হত্যাকাণ্ড হয়েছে। তাই আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।

এ বিষয়ে ভেড়ামারা দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছিন আরাফাত জানান ,আমরা গত রাত্রে খবর পাই মাহাবুব খান সালামকে দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আমরা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছি।

দৈনিক দেশতথ্য//এল//