কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আজিবর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নে বিসিকে মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিসিকে মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আকমল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরিফ উদ্দিন রিমন। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, বিসিকে মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আফাজ উদ্দিন মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক নুরে সোলেমান, মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলমগীর, জাতীয় যুব জোটের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি চাঁদ মহম্মদ, জাসদ নেতা শাহজালাল, সোহেল আহমেদ নয়ন, দৌলতপুর প্রেসক্লাবের প্রবীন সাংবাদিক এম এ মামুন রেজা, হাবিবুর রহমান, আলহাজ্ব আসলাম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০২,২০২২//

Discussion about this post