হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজনৈতিক দল ও উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে মঙ্গলবার(৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী।
দৈনিক নয়া দিগন্তের দৌলতপুর প্রতিনিধি আহাদ আলী নয়নের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখেন,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান শেখ,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ,বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোয়াজ হোসেন,উপজেলা জামায়াতের আমীর বেলাল হোসেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রকি আহমেদসহ শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এর আগে সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ কবিরের গ্রামে গিয়ে তার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।এদিন বিকেলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিলের আয়োজন করেন দৌলতপুর উপজেলা বিএনপি।এতে নেতৃত্বদেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।বিজয় মিছিলে উপজলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Print Date & Time : 6 August 2025 Wednesday 1:43 am