কুষ্টিয়ার দৌলতপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার (৫ ডিসেম্বর) বিকেল তিনটায় উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের সভাকক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“সমৃদ্ধির যাত্রায় বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ,কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ সহ সম্প্রদায়িক সম্প্রীতি, গুজব, দেশ বিরোধী অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহাররোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুল ইসলাম মহির সভাপতিত্বে ও সিনিয়র জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুন।
উপজেলার প্রায় শতাধিক মহিলা, পুরুষ, শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক এ সমাবেশে অংশগ্রহণ করেন।
খালিদ সাইফুল / দৈনিক দেশতথ্য

Discussion about this post