Print Date & Time : 23 August 2025 Saturday 10:27 am

দৌলতপুরে জেল হত্যা দিবস পালিত

কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।  দিবসটি উপলক্ষে  শুক্রবার (০৩ নভেম্বর) বিকেল দৌলতপুর উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের   সহ-সভাপতি মো. টিপু নেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম শেলী দেওয়ান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাদিকুজ্জামান খাঁন সুমন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম বিএসসি,মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. মির্জা আলম রিগান প্রমুখ।

আলোচনা সভা শেষে জতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০৩,২৩//