Print Date & Time : 2 July 2025 Wednesday 2:23 am

দৌলতপুরে ডিস লাইনের কন্ট্রোল রুম পুড়িয়ে দিয়েছে দূবৃর্ত্তরা

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক ইউপি চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাসের ডিস লাইনের কন্ট্রোল পুড়িয়েছে দিয়েছে দূবৃর্ত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে এ অমানবিক ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন জহুরুল করিম বিশ্বাস।

অভিযোগ সূত্রে জানাগেছে, পিয়াপুর গ্রামের নুর ইসলাম, জেহের আলী, জিয়া ও আরিফসহ ১০-১২ জন সশস্ত্র দূবৃর্ত্ত পূর্ব পরিকল্পিভাবে ‘পিয়াপুর ক্যাবল নেটওয়ার্ক’ অফিসে ঢুকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এসময় নৈশ প্রহরী সহিদ সরদার (৩৫) ডিস লাইনের কন্ট্রোল রুমে আগুন দেখে ঘটনাস্থলে ছুটে গেলে দূবৃর্ত্তরা তাকে প্রাণনাশের হুমকি দিলে সে পালিয়ে যায়। আগুনে ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।  

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৪,২০২২//