খুলনার দৌলতপুরে এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ১৫ জনের নামে দৌলতপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
গত ১৩ সেপ্টেম্বর ১৫ জন দুর্বৃত্ত তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। যদিও এখন পর্যন্ত এ ঘটনায় অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দৌলতপুর থানার ওসি কাজী কামাল হোসেন জানান, ভুক্তভোগী জনৈক তরুণী নগরীর দৌলতপুরের কেশবলাল সড়কের বাসিন্দা। তার ভাড়া বাড়িতে ৫দিন আগে ধর্ষণের ঘটনা ঘটলেও আতংকে ভুক্তভোগী বিষয়টি গোপন রাখেন। সোমবার বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী লিখিত এজাহার দিলে মামলাটি গ্ৰহণ করা হয়।
সর্বশেষ এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে কঠোর পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post