হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ঈদ পূর্ণমিলনী ও দেশ গঠনে তারেক রহমানের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল)দৌলতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল। প্রধান অতিথি’র বক্তব্যে শরীফ উদ্দীন জুয়েল বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শের সকল সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দেশ গঠনে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সম্পর্কে সকলকে জানতে হবে এবং সকলকে জানাতে হবে।দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য আলহাজ্ব আলতাব হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ,দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. রমজান আলী,যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা,কুষ্টিয়া জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদ,জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত সহ কেন্দ্র,জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।