কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সাথে তৃণমূল রাজনীতিকে আরো গতিশীল করতে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার সকাল থেকে শুরু করে দিনভর উপজেলার খলিসাকুন্ডি, আড়িয়া, বোয়ালিয়াসহ বেশ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে দলীয় নেতাকর্মীদের সাথে তিনি সাক্ষাৎ করেন।
তিনি তার বিশাল কর্মীবহর নিয়ে বড়গাংদিয়া কলেজ মাঠে যাত্রা বিরতি করে সেখানকার স্থানীয় নেতাকর্মীদের খোজ খবর নেন এবং তাদের সাথে একটি চা চক্র করেন। তারপর সেখান থেকে তিনি খলিসাকুন্ডি বাজারে গিয়ে সেখানকার দলীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও তিনি উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অনেক প্রবীণ রাজনীতিবিদদের শারীরিক অবস্থার খোজ খবর নেন।
এসময় সাবেক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর সফর সঙ্গী ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.মোতাছিম বিল্লাহ্ ,উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাহেরুল ইসলাম,দৌলতপুর উপজেলা আ’লীগের সদস্য সর্দার আক্তার হোসেন, উপজেলা আ’লীগের সদস্য মো. শহিদুল ইসলাম,হোগলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, এসময় অন্যান্যদের মধ্যে দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফিরোজ আল মামুন, উপজেলা আ’লীগের সদস্য ও খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সদস্য মো. মহি উদ্দিন বিশ্বাসসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ, যুবলীগ , ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল /দৈনিক দেশতথ্য

Discussion about this post