Print Date & Time : 23 August 2025 Saturday 4:12 pm

দৌলতপুরে দিনমজুরের বাড়ি আগুনে পুড়ে ছাই

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে নির্বাচনী সহিংসতার জেরে পছন্দের প্রার্থীর পক্ষে ভোট করায় প্রতিপক্ষ দূবৃর্ত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়েছে দিনমজুরের বসতঘর ও ঘরের আসবাবপত্র এবং ক্ষেতের ফসল। বাড়ি ও সম্পদ হারিয়ে দিনমজুর কৃষক এখন নি:স্ব। রবিবার দিবাগত রাতে উপজেলার খাস মথুরাপুর ইউনয়নের হিসনাপাড়া গ্রামের দিনমজুর শাহাজুল ইসলামের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শাহাজুলের বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় প্রতিপক্ষ দূবৃর্ত্তরা লোকজন বাড়ির বারান্দায় রাখা পাটের গাদায় আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন বাড়ির তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রন করার আগেই বাড়ির তিনটি ঘর ও ঘরের আসবাবপত্র, খাদ্যশস্য, ঘরে রাখা পাটসহ বাড়ির অন্যান্য সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা ক্ষতিগ্রস্থ পরিবার সূত্র জানিয়েছে। ক্ষতিগ্রস্থ দিনমজুর শাহাজুল ইসলাম বলেন, গত ২৮ নভেম্বর ভোটের পর থেকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। গত রাতে ক্ষেতের পেঁয়াজ পাহারা দিতে তিনি মাঠে ছিলেন। এই সুযোগে প্রতিপক্ষের দুর্বৃত্তরা রাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কেউ এ ঘটনা ঘটিয়ে থাকলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।