দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে দিনের বেলায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। সংগবদ্ধ চোরেরা নগদ অর্থ সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। সোমবার দুপুর উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় গ্রামে অভিযোগে উল্লেখিত চুরির এ ঘটনা ঘটে। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, মাজদিয়াড় গ্রামের আবু বক্করের বাড়িতে পরিবারে লোকজনের অনুপস্থিতিতে একই এলাকার জুবা হাদাড়ের ছেলে বেনজির (২৮) ও মৃত ইয়াদ আলীর ছেলে সুলতান (৩৮) সহ ৩-৪ জন সংগবদ্ধ চোর প্রবেশ করে। এসময় তারা বাড়ির বিভিন্ন কক্ষে ঢুকে ঘরে থাকা নগদ ১লাখ ৬০হাজার টাকা, ৪টি স্বর্নের চেইন, এক জোড়া স্বর্ণের দুল, এক জোড়া বালা, ২টা আংটিসহ প্রায় ৫ লাখ টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হয়েছে। তবে কেউ আটক বা চুরি যাওয়া সম্পদ উদ্ধারের খবর পাওয়া যায়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

Discussion about this post