দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভেড়ামারা গ্রামের রওশন সাধুর দিব্যধামে অনুষ্ঠিত হয়েছে দু’দিন ব্যাপি সাধুসঙ্গ। শনিবার বিকেলে সাধুদের আগমনে দিব্যধাম পরিপূর্ণ হয়ে উঠলে সেখানে বসে সাধুদের হাট। সাধুদের আমন্ত্রন ও অধিবাসের মধ্যদিয়ে দিব্যধামের ৩৩তম সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শুরু হয়। ‘পাবিরে অমূল্য নিধি বর্তমানে, সহজ মানুষ ভজে দেখনারে মন দিব্য জ্ঞানে’ অথবা ‘চাতক স্বভাব না হলে .. অমৃত মেঘেরও বারি’ লালন সাঁইজির এমন সব আধ্যাত্মবানী পরিবেশনে ভাবগাম্ভীর্যপূর্ণ হয়ে উঠে সাধুসঙ্গস্থল এবং তা চলে গভীর রাত পর্যন্ত। করোনা স্বাস্থ্যবিধি মেনে এতে যোগ দেন দেশ বরেণ্য বাউল শিল্পিবৃন্দ ও নবীন-প্রবীণ সাধুগণ। গতকাল রবিবার বিকেলে পূণ্যসেবা গ্রহনের মধ্য দিয়ে শেষ হয় দু’দিন ব্যাপী সাধুসঙ্গ।
দৈনিক দেশতথ্য//এল//