দুই বাংলার শীর্ষ সন্ত্রাসী পাকুড়ীয়া ভাঙ্গাপাড়া গ্রামের হানিফ মন্ডলের ছেলে হাবুকে আটক করেছে পুলিশ।
রবিবার দুপুরে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান প্রেস ব্রিফিং এ বলেন, থানা পুলিশের একটি টিম এস আই মেহেদি হাছান ও ডিবি পুলিশের এ এস আই জাহিদুজ্জামান সঙ্গীয় ফোর্স শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে পাকুড়ীয়া গ্রামস্থ হাবুর নিজ বাড়ীর পিছনের বাগান হতে গ্রেফতার করতে সক্ষম হয়। হাবু একজন দুর্ধষ সন্ত্রাসী ও পেশাদার মাদক ব্যবসায়ী।
হাবু দির্ঘ দিন ভারতে পলাতক থেকে ভারত থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। হাবুর বিরুদ্ধে দৌলতপুর থানায় মোট ২২ টি গ্রেফতারি পরোয়ানা ছিল।
তার ভিতরে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানার সংখ্যা ৩ টি, মাদক ও অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানা ১ টি, হত্যা সহ আর বিভিন্ন মামলার ১৮ টি গ্রেফতারী পরোয়ানা আছে। এবং আমরা শুনেছি ভারতে গিয়েও হাবু বিভিন্ন অপরাধ মূলক কর্মজান্ডের সাথে জড়িত ছিল।
তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দৌলতপুর থানা পুলিশ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে সাথে জড়িত ব্যক্তিদের ছাড় দিবে না।
জা// দেশতথ্য বাংলা// ৯ অক্টোবর ২০২২//