হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত অনুমানিক ১১ টার দিকে এস আই সুফল ঢাকাগামী সুপার সনি বাস কাউন্টারের সামনে থেকে চার বোতল মদ ও ৬১ বোতল ফেন্সিডিল সহ হুলুদবাড়ীয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে শামিম রেজাকে আটক করে।
পরে দৌলতপুর থানা পুলিশের আর একটি অভিযানে বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রোকনুজ্জামান ও এ এস আই আল আমিন সহ সঙ্গীয় অফিসার নিয়ে হোসেনাবাদ লালদহ মাঠে অভিযান পরিচালনা করে বিলগাথুয়া গ্রামের সমেদের ছেলে জুয়েলকে ১ কেজি গাঁজা সহ আটক করে।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান জানান, দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post