Print Date & Time : 15 May 2025 Thursday 5:19 am

দৌলতপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত 

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার দুপুর ১টার সময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেন, সাধারণ সম্পাদক মো. শরীফুল ইনলাম ও নির্বাহী সদস্য রাজু আহম্মেদ। সভায় আগামী ১০ জুন দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে সচেতনতামূলক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়। এতে দৌলতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেওয়া বিষয়ে আলোচনা হয়। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৮ মে ২০২৪