কুষ্টিয়ার দৌলতপুরে এক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে গৃহকর্তার স্ত্রী আহত হয়েছেন।
সোমবার গভীর রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর কাচারিপাড়া গ্রামে ছাত্তারের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির ৩টি ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে এবং প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্তারের বাড়িতে গভীর রাতে আগুন দেওয়া হয়। আগুন বাড়ির সব ঘরে ছড়িয়ে পড়লে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্ট করে ব্যর্থ হয়। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
আগুনে ওই বাড়ির ৩টি ঘর পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার সম্পদের ক্ষতি হয়। আগুনে ছাত্তারের স্ত্রী নার্গিস আক্তার আহত হলে তাকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় একই এলাকার হান্নান (৫৭), পাশা (৫৫), মিজান (৫০) ও টিটু (৪৮) সহ ১০-১২জনে নামে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্তার।
খালিদ সাইফুল/দৈনিক দেশতথ্য