Print Date & Time : 10 May 2025 Saturday 4:20 pm

দৌলতপুরে দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা

কুষ্টিয়ার দৌলতপুরে শারদীয় দূর্গা পূজা ২০২২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) সকালে উপজেলা কনফারেন্স রুমে  এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন । 

এসময় শান্তি ও শৃঙ্খলার সহিত পূজা উদযাপন শেষ করা,নামাজের সময় ডাক ডোল বন্ধ রাখা,আযানের সময় মাইক বন্ধ রাখা,পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন,সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা প্রদান ও উন্মুক্ত আলোচনা করা হয়।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো.নুরুল ইসলাম,পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল,দৌলতপুর থানার এসআই কাউসার আলম, উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক মো. হাসিবুর তারেকসহ উপজেলা পূজা উদযাপন কমিটি ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী পহেলা অক্টোবর শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা উপজেলার ১৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//