Print Date & Time : 9 May 2025 Friday 1:45 am

দৌলতপুরে নতুন ইউএনও’র যোগদান

কুষ্টিয়ার দৌলতপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করলেন মো. ওবায়দুল্লাহ।

আজ (৯ এপ্রিল) দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি।

মো. ওবায়দুল্লাহ ৩৪তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। দৌলতপুরে যোগ দানের আগে মেহেরপুর সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) হিসাবে কর্মরত ছিলেন। দৌলতপুর উপজেলা নির্বাহী (ইউএনও) মো. আব্দুল জব্বার পদোন্নতি জনিত কারণে অন্যত্র বদলি হওয়ায় মো. ওবায়দুল্লাহ আব্দুল জব্বারের স্থলাভিষিক্ত হন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ
দৌলতপুর উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলার কথা ব্যক্ত করেন। সেই সাথে উপজেলার সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ এপ্রিল ২০২৩