দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নৌকার নির্বাচনী অফিস দখলের অভিযোগ করা হয়েছে নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু ও তার লোকজনের বিরুদ্ধে।
গত শনিবার রাত ৯টার দিকে উপজেলার ফিলিপনগর হাইস্কুল বাজারে স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও সদ্য অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রার্থীর পক্ষের নির্বাচনী অফিস দখল করে নেয়ার অভিযোগ করা হয়। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, দৌলতপুর উপজেলার ফিলিপনগর হাইস্কুল বাজারে স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সদ্য অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ফজলুল হক কবিরাজের সমর্থকরা আলোচনা করছিলেন। এসময় নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু’র নেতৃত্বে শফিউল ইসলাম, বিশু, হাব্বুল, শিহাব ও জাহাঙ্গীরসহ ১০-১২ অফিসে প্রবেশ করে নৌকার প্রার্থীর লোকজন ও সমর্থকদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। নৌকার অফিস দখলের ঘটনায় নৌকার পরাজিত প্রার্থী ফজলুল হক কবিরাজ বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দেন।
তবে নবনির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু’র দাবি, শফিউল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ ঘর ভাড়া নিয়ে পার্টি অফিস করে। অদ্যাবধি ঘরের ভাড়া না দেয়ায় শফিঊল ইসলাম তার লোকজনদের দিয়ে ঘর দখল করে নিয়েছে। আমি এ ঘটনার সাথে সম্পৃক্ত নয়। নৌকার অফিস দখলের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছে ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post