Print Date & Time : 5 May 2025 Monday 4:02 am

দৌলতপুরে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল চৌধুরীকে সংবর্ধনা 

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারী) সকালে বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিলগাতুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম জি মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দীন রিমন,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আসমত আলী মাস্টার। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সদস্য আক্তার হোসেন মেম্বার, প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাস্টার, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম জাকারিয়া, প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম হালসানা, প্রভাষক জায়েদুর রহমান জর্জ,সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদু,সাবেক ইউপি সদস্য ইসমাইল হোসেন,শিবুল হাজী, যুবলীগ নেতা সেন্টু সহ দলীয় নেতাকর্মীরা ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় সাংসদ আলহাজ্ব রেজাউল হক চৌধুরী বলেন,দৌলতপুরবাসী যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছে ,সেই প্রত্যাশা পূরণ করায় আমার মূল লক্ষ্য। তিনি দৌলতপুরের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ জানুয়ারি ২০২৪