Print Date & Time : 24 August 2025 Sunday 8:24 am

দৌলতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় উদযাপন করা হয়েছে। 

বিজয় দিবস উপলক্ষে শনিবার ভোরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতাযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ বীরযোদ্ধাদের প্রতি এবং বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।

এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তেলন ও কুজকাওয়াজ এবং খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও ইউএনও মো. ওবায়দুল্লাহ এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম গেরিলা,ওসি (তদন্ত) রাকিবুল হাসান প্রমুখ।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ ডিসেম্বর ২০২৩