Print Date & Time : 14 May 2025 Wednesday 12:42 pm

দৌলতপুরে নিত্যপণ্যের বাজার মনিটরিং

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার নিত্য পণ্যের বাজার মনিটরিং করেছেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বিভিন্ন এলাকার বাজার মনিটরিং করেন। এসময় তিনি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং নিত্য পণ্যের দাম বেশী না রাখা, মজুদ না করাসহ পন্যের তালিকা টানানোর নির্দেশনা দেন এবং পাশাপাশি তাদের সতর্কও করেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার জানান, দৌলতপুর উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের বাজার মনিটরিং করা হয়। সাথে সাথে কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে অবৈধ মজুদ রাখা, অতিরিক্ত দামে বিক্রয়, পন্যের মূল্য তালিকা টানানোসহ বিভিন্ন বিষয়ে নিয়ম প্রতিপালন ও সতর্ক করা হয়।

দৈনিক দেশতথ্য//এল//