হেলাল উদ্দিন (দৌলতপুর) কুষ্টিয়া :কুষ্টিয়ার দৌলতপুরে গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণের অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ।গত বৃহস্পতিবার তিনি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শরিষাডুলী গ্রাম সহ বিভিন্ন গ্রামে খাস জমিতে সরকারি ঘর নির্মাণ কাজের মান ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম উপকারভোগী পরিবারের সাথে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেওয়া হচ্ছে এমন বার্তা পৌঁছে দেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার,সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দৌলতপুর উপজেলায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সরকারি খাস জমিতে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের কাছে গত বছরে ৮৮ ঘর হস্তান্তর করা হয়েছে।এবছর ১০২টি ঘর হস্তান্তর করা হবে যার মধ্যে ১৮টি ঘরের নির্মাণ কাজ সিংহভাগ অগ্রগতি হয়েছে।যত দ্রুত সম্ভব উপকারভোগীদের হাতে নির্মিত ঘর হস্তান্তর করা হবে।এদিন প্রাগপুরে প্রস্তাবিত স্থলবন্দরের জায়গাও পরিদর্শন করেন জেলা প্রশাসক।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post