Print Date & Time : 21 July 2025 Monday 12:13 am

দৌলতপুরে পদ্মা নদী থেকে ইউপি চেয়ারম্যানের অবৈধভাবে উত্তোলন

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের উৎসবে মেতেছে ৪নং মরিচা ইউনিয়নে চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এবং তাঁর অনুসারীর।

এতে করে হুমকির মুখে পড়ছে পদ্মার তীরে সরকারের শত কোটি টাকা ব্যয়ে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। উপজেলার মরিচা ইউনিয়নের শমশেরতলা মাজারের নিচে চলছে পদ্মা থেকে অবৈধভাবে এই বালু উত্তোলন। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে জনসাধারণের মনে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৈরাগীচর সমশেরতলা গ্রামের আফজাল সরকারের ছেলে তছিকুল সহ জাহিদ চেয়ারম্যানের সন্ত্রাসী বাহীনি মিলেমিশে পদ্মা নদী থেকে প্রতিদিন গড়ে প্রায় এক থেকে দেড়শ ট্রলি বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

এই অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে যারা জড়িত তারা এতটাই প্রভাবশালী যে, বাধা প্রদান বা প্রতিবাদ করার মতো সাহস কারও নেই। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী ক্ষমতাসীন নেতা জাহিদ চেয়ারম্যান পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মূল হোতা বলে জানান তারা।

এই ব্যাপারে তছিকুল এর সঙ্গে কথা বলার জন্য একাধিকবার তার সেল ফোনে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে মরিচা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বালু উত্তোলনের বিষয়টি সত্য বলে জানান।

তবে কে বা কারা কোন ক্ষমতার জোরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি আমার জানা ছিল না এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৭ আগস্ট ২০২৩