এসএম জামাল,কুষ্টিয়া: কুষ্টিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুরে থেকে বিকেল পর্যন্ত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চকমাদিয়া নামক স্থানে অবস্থিত এলএবি ব্রিকস নামক একটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার।
অভিযান শেষে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের অভিযোগ থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চকমাদিয়া নামক স্থানে অবস্থিত এলএবি ব্রিকস এর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট হাবিবুল বাসার জানান, দৌলতপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং একই উপজেলার আল্লারদর্গা বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী অভিযানে ৮ হাজার টাকা জরিমানা আদায় ও ৪০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।