হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইমারি ভিলেজ ডক্টর’স সোসাইটি (পিভিডিএস) এর আয়োজনে পল্লী চিকিৎসকদের সম্মেলন অনুষ্ঠিত হয় ।
শনিবার সকালে উপজেলার আল্লারদরগা নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে (পিভিডিএস) দৌলতপুর উপজেলা শাখা সভাপতি মো. মহিফুল ইসলাম হিটলারের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের এইস,এম,ও, এনেস্হসিয়া ডা. মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন পিভিডিএস এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. গাউছুল আযম (শিমু), কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান ডা.কামাল হোসেন।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল জলিল, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ,সহ সাধারণ সম্পাদক বাবু হারান চন্দ্র সরকার, এডিশনাল সেক্রেটারী এ্যাড.পলক আহমেদ।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন- পিভিডিএস খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো.সুমন আলী, সাধারণ সম্পাদক মো. জামশেদ আলী পিন্টু।
দৈনিক দেশতথ্য//এল//